বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫

জুন ২৭ ২০২৫, ১৯:০১

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে এ করিম (৫০) ও ইউসুফ খন্দকার (৭০) নামে দুই ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২৭ জুন) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১০৫ জন।

বরিশালের ছয় জেলার মধ্যে ডেঙ্গুর হটস্পট বরগুনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেশি। চলতি বছর বিভাগজুড়ে মোট আক্রান্ত ৪ হাজার ৩০৫ জনের মধ্যে বরগুনার বাসিন্দাই ২ হাজার ৬৩২ জন। বিভাগজুড়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে বরগুনার ৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃতদের মধ্যে এ করিম (৫০) বরগুনার বেতাগীর কালিকাবাড়ির বাসিন্দা। তিনি চলতি মাসের ২৪ তারিখ বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীর বাসিন্দা ইউসুফ খন্দকার (৭০) ২৬ জুন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য বিভাগে তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২৬ জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৪ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ভোলা সদর হাসপাতালে ১ জন, বরগুনায় ৭০ জন ভর্তি হয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হয়নি। একই সময়ে ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ জন।

বরগুনা ৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুল আলম বলেন, রোগীদের সর্বোচ্চ সেবা দিতে চিকিৎসক ও নার্স সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এ সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এছাড়া সমন্বিত উদ্যোগে ডেঙ্গু মোকাবিলায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দফতর কাজ করছে বলে জানান তিনি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সরকারি হাসপাতালে যত রোগী ভর্তি হয়েছে তার চেয়েও প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ভর্তি হওয়াসহ অনেক রোগী বাসা বাড়িতেও চিকিৎসা নিয়ে থাকে। সেই সংখ্যা আমাদের কাছে নেই। সেই সংখ্যা থাকলে সবাই বুঝতো ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে।