নলছিটিতে পরিবারের সবাইকে খাবারে ঘুমের ওষুধ খাইয়ে বাড়িতে চুরি

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এক পরিবারের শিশুসহ ছয় জনকে খাবারে ঘুমের ওষুধ খাইয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। ওই পরিবারের সবাইকে অচেতন অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
আক্রান্ত ও স্থানীয়রা জানান, নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের মেজবা উদ্দিনের বাড়ির পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (২৬ জুন) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা পর্যন্ত তাদের ঘুম ভাঙছিল না। হঠাৎ করে মেজবা উদ্দিনের ঘুম ভাঙলে দেখতে পান অন্যরা সবাই ঘুমে অচেতন অবস্থায় রয়েছেন। পরে রাতে চোর বাড়িতে ঢুকে স্টিল আলমারি, ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে যায়।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা সনিয়া বলেন, ‘ভর্তি ছয় জনের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক। আমরা মনে করছি কোনোভাবে তাদের ঘুমের ওষুধ জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। এ ধরনের রোগীরা পুরোপুরি সুস্থ হতে তিন থেকে ৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।’