কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই দেড় বছর

জুন ২৭ ২০২৫, ১৯:১৬

ঝালকাঠি প্রতিনিধি : প্রায় দেড় ধরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই। এতে প্রশাসনিকসহ শিক্ষাপ্রতিষ্ঠানসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রথমে তার পরিবর্তে কাজ করছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে নলছিটি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে। সপ্তাহে ২দিন কাঁঠালিয়াতে অফিস করেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মকর্তা-কর্মচারী মিলে মোট পদের সংখ্যা ৫টি। গত বছরের মার্চে মাসে বদলি হন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আযীম। এরপর এ পদে আর কাউকে পদায়ন করা হয়নি। পদ থাকলেও এখানে নেই সহকারী শিক্ষা কর্মকর্তা। এ পদেও এখন পর্যন্ত কাউকে পদায়ন করা হয়নি। কয়েকবছর আগে অফিস সহকারী পদোন্নতি পেয়ে অন্যত্র চলে যান। এ পদটিও খালি রয়েছে।

বর্তমানে এ অফিসে রয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার, একজন পিয়ন এবং নৈশপ্রহরী। এ উপজেলায় মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৭টি। মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা রয়েছে ৩০টি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ১টি। এ ছাড়া ৫টি কলেজ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরান্তে বই বিতরণ, এসএসসি, এইচএসসি পরীক্ষা পরিচালনা, শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার কাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানসংশ্লিষ্ট নানাবিধ সমস্যা সমাধান দেওয়া হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে। কিন্তু অফিস প্রধানসহ অন্যরা না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তবে সবকিছু ঠিকঠাক চলছে বলে দাবি করেছেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় নিয়োগপ্রাপ্ত কাঠালিয়া উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলাম। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তদারকিতে কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম নিয়মিত সমাধান করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

এবিষয়ে ঝালকাঠি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আ. জব্বার বলেন, কাঁঠালিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্য পদে লোকবল দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। মান সম্মত শিক্ষা নিশ্চিত করনে শিক্ষকদের পদশূন্য রেখে যেমন ভাবে যথাযথ পাঠদান সম্ভব নয়, তেমন তদারকি কর্মকর্তার পদশূন্য রেখেও শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয় না, বলেন এ কর্মকর্তা।