তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করা অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ জুন) বিকালে একদল লোক এলাকার একটি বিশাল তালগাছ কেটে ফেলে। আর ওই গাছটিতেই ছিল শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল।
স্থানীয়রা জানান, মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির তালগাছটিতে দীর্ঘদিন ধরে বাবুই পাখিরা নিরাপদ আবাসস্থল হিসেবে বসবাস করে আসছিলো। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। গাছটি মিজানুর রহমান নামে এক ব্যক্তি ক্রয় করে লোকজন নিয়ে কাটে ফেলেন। ফলে প্রায় শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। তবে নান্দনিক বাসা নির্মাণের কারণে শিল্পের কারিগর হিসেবে পরিচিত এই পাখি হত্যার ঘটনায় এলাকাবাসীর মধ্যে অনেকেই মর্মাহত হয়ে পড়েছেন।
জাহিদ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘এই তালগাছটি শুধু একটি গাছ ছিল না, ছিল একটি প্রকৃতির অপার সৌন্দয্যমন্ডিত এবং পাখির নিরাপদ আবাস। যারা এ কাজ করেছে, তারা প্রকৃতি ও প্রাণীর বিরুদ্ধে আচরণ করেছে।’
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়টি আমরা জেনে বন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’