স্কুল শিক্ষককে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার হিজলা উপজেলায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় এক স্কুল শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক মুরাদ হোসেন অভিযোগ করেন, তাকে মারধর করে দুটি পা ভেঙে দেওয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ী বাচ্চু সরদার এবং তার ছেলে ফেরদৌস সরদারের বিরুদ্ধে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ই জুন বিকাল আনুমানিক ৫টায় হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ভাই ভাই স্টান নামক স্থানের ব্রিজের উপর এই হামলার ঘটনা ঘটে। মুরাদ হোসেনের দাবি, তিনি যখন বাচ্চু সরদার এবং তার ছেলে ফেরদৌস সরদারের মাদক ব্যবসার প্রতিবাদ করেন, তখন তারা তাকে আক্রমণ করে এবং পিটিয়ে গুরুতর আহত করে।
বিএল পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুরাদ হোসেন এর দাবী, “এটি কোনো নতুন ঘটনা নয়, এখানে মাদক ব্যবসা বেড়ে গিয়েছে, এবং সেই ব্যবসায় বাধা দেওয়ায় আমাকে বারবার নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে।” তিনি আরও বলেন , হামলাকারী ফেরদৌস, হাসিব বেপারী ও বাচ্চু সরদার চিন্হিত মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় মুরাদ হোসেনের পরিবার প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসার কারণে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে হিজলা থানার পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেন, “এটি একটি গুরুতর অভিযোগ, এবং আমরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি।”
বর্তমানে, শিক্ষক মুরাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার পরিবার এই ঘটনায় দ্রুত ন্যায্য বিচার পেতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছেন।
এই ঘটনায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছে এবং দাবি করেছেন যে, মাদক ব্যবসা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।