খালের পানি ব্যবহার উপযোগী করার দাবি স্থানীয়দের

ডিসেম্বর ০৯ ২০২৪, ১৭:৪৮

কুয়াকাটা প্রতিনিধি !! পটুয়াখালীর কলাপাড়া খালের মিষ্টি পানি সবার জন্য উম্মুক্ত ও ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে লতাচাপলী ইউনিয়নের খালগুলোর মিষ্টি পানি ব্যবহারে সচেতনকরণ ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং সিবিও গোলাপ ও সিঁড়ির সহযোগিতায় এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

এতে লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে খাল উম্মুক্ত করতে বিভিন্ন শ্লোগানের স্টিকার ও প্লেকার্ড দেখা যায়। পরে এ উপলক্ষে প্রেসক্লাবের সামনে এক সভা করা হয়।

সভায় গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক আবদুর রহিম, সিঁড়ির নির্বাহী পরিচালক চানচান, সচেতনকরণ ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির রিপা, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কামাল, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ধুলাসার ইউনিয়নের কাচারী খাল, দাসখালী খাল, খেসারী খাল, বাদামখালী খাল, ধোরা খাল, এতাল বুনিয়ার খাল, ভাংগা খাল ও লতাচাপলী ইউনিয়নের সিক্রী খাল, লক্ষ্মী খাল, দিযারআমখোলা খাল, থঞ্জুপাড়া খাল ও তুলাতলী খাল উম্মুক্ত করে এসব খালের মিষ্টি পানি সবার জন্য ব্যবহার উপযোগী করতে হবে। যাতে প্রান্তিক জনগোষ্ঠী কৃষি উৎপাদনের ক্ষেত্রে মিষ্টি পানি ব্যবহার করে অধিক ফলন ফলাতে পারে। এমনকি গবাদি পশু পালনসহ জনগণের সব কাজে খালের মিষ্টি পানি ব্যবহার নিশ্চিত করতে সব খাল উম্মুক্ত রাখতে হবে।

মানববন্ধন ও সভা শেষে সংস্থার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর খাল উম্মুক্ত করণের দাবি সম্বলতি একটি স্মারক লিপি দেয়া হয়।