কোরআন প্রতিযোগিতায় দেশ সেরা বাউফলের বুশরা

বাউফল প্রতিনিধি : বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বুশরা ইসলাম নাজিফা আল খায়ের ফাউন্ডেশন আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন।
গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান কেনারি পার্কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে সেরা হয়ে বুশরা জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।
বুশরা মো. বেল্লাল হোসনের মেয়ে। বাউফল পৌর শহরের ৮নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ রোড এলাকায় তার বাসা। তিনি পরবর্তীতে কাতারে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেবেন।
তার এই সফলতায় অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর জামায়েতের সেক্রেটারি বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বুশরা কাতারে কোরআন প্রতিযোগিতায়ও যেন প্রথম হতে পারেন এজন্য মহান রাব্বুল আলআমিনের কাছে দোয়া করেছেন।
বুশরা ইসলাম নাজিফা বলেন, আমি কুরআন তেলাওয়াত বরিশাল, পটুয়াখালী, বাউফল ও ঢাকায় প্রথম হয়েছি। তাই আমার এখন কাতারে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছে, আমি কাতারে অংশগ্রহণ করলে তিনি আমাকে সার্বিক সহযোগিতা করবে। তার প্রতি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল । আমি বড় হয়ে তার মতো সমাজসেবক হতে চাই।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলার নেতারা বুশরার বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার বাউফল উপজেলার সভানেত্রী মোসা. সানজিদা আক্তার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, অফিস সম্পাদক মো. জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা মহমুদুল্লাহ, বাউফল পৌরসভার আমীর মাওলানা সেলিমুর রহমান ও অন্যান্যরা।