হিজলায় স্বেচ্ছাসেবক দলের ছয়টি ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত

আগস্ট ৩০ ২০২৫, ২০:৩৬

মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণে গত ২৯ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান (সজল)-এর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের ছয়টি ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ (রাসেল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান (নিজাম), জেলা যুগ্ম আহ্বায়ক এইচ.এম. আলামিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বালি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদুল হাসান (লিমন) ও মাশরুর খান।

এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আলামিন (মৃধা), শামীম আলম (স্বপন), মনির নপ্তি, নোমানুর রহমান, হাবিবুল্লাহ বেপারী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন হরিনাথপুর, মেমানিয়া, গুয়াবাড়িয়া, বড় জ্বালিয়া, হিজলা গৌরবদি ও ধুলখোলা ইউনিয়নসহ ছয়টি ইউনিয়নের হাজারো নেতা-কর্মীর পদার্পণে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।