বাউফলে কবরস্থান নির্মাণকাজে চাঁদা দাবির অভিযোগ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের শান্তির ঠিকানা গণকবরের নির্মাণকাজে বাধা, মালামাল লুটপাট, ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে বরিশালের ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী নাহিদ ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এছাড়া স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবুজও দলবল নিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শান্তির ঠিকানা গণ কবরস্থানের আম মোক্তার মুশফিকুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, প্রায় ১২ বছর আগে ব্যারিস্টার মুজাহিদুল ইসলাম আকাশ কবরস্থানের জন্য জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে স্থানীয়দের চাহিদার পরিপ্রেক্ষিতে কিছু মাদরাসা নির্মাণের পাশাপাশি আদালতের মাধ্যমে জমিটি ওয়াকফ করে দেন। প্রথম দফায় নির্মাণকাজ চললেও দ্বিতীয় দফায় কাজ শুরু হলে নাহিদ ও তার সহযোগীরা বাধা দেয়।
এসময় তারা হামলা চালিয়ে ৮০ ব্যাগ সিমেন্ট, ৮ হাজার ইট ও প্রায় ১৮শ কেজি রড লুট করে নিয়ে যায়। এছাড়া নাহিদ নিজেকে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা জোনায়েদ সাকির ঘনিষ্ঠ দাবি করে নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেন।
মুশফিকুর রহমান আরও জানান, এ ঘটনায় আদালতের নির্দেশে বাউফল থানায় মামলা রুজু হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত নাহিদ ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, আদালতের নির্দেশে মামলা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে অবশ্যই আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।