বহাল থাকবে জেলা মহানগর ও বিতর্কহীন কমিটি
বরিশাল বিভাগের বিএনপির সকল কমিটি বাতিল!

• ফাহিম ফিরোজ !! বাতিল করা হয়েছে বরিশাল বিভাগের সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপির কমিটি। তবে বরিশালের ৬ জেলা ও মহানগর বিএনপির কমিটি বহাল থাকবে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দল নেতা আব্দুল আউয়াল মিন্টু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী ২৫ নভেম্বরের পরে গঠিত সকল বিএনপির কমিটি বালিত এবং ২৫ নভেম্বরের পূর্বের যে সকল কমিটি বিতর্কিত সেগুলোও বাতিল করা হয়েছে। এছাড়া বরিশাল মহানগরের অধীন ৩০টি ওয়ার্ড বিএনপির কমিটিকেও বাতিল করা হয়েছে।
দলকে শক্তিশালী ও নতুন করে ঢেলে সাজাতে দ্রুত সময়ের মধ্যে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি গঠনের জন্য এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় বিএনপি। ওই আদেশে আরও বলা হয়, কাউন্সিল ও সম্মেলন সফল করার লক্ষে সাংগঠনিক নিয়মবহির্ভূতভাবে গঠিত বরিশাল বিভাগের অধীন সকল ইউনিট কমিটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়া হবে। আদেশেটি বরিশাল মহানগর ও ছয় জেলার সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিবদের অবহিত করা হয়েছে।
জানা গেছে, ৯০ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠনের জন্য গত ২৫ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র বরিশাল বিভাগের বি
যুগা মহাসচিব এডভোকেট রুহুল কবির চৌধুরী রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়ায় মিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুকে দায়িত্ব দেয়া হয়। এরপর গত সপ্তাহে বরিশাল বিভাগের অধীন মহানগর ও জেলা, পৌরসভা, উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে মতবিনিময় করেন তারা।
জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে দলকে শক্তিশালী করতে বরিশাল বিভাগের ছয় জেলার পৌরসভা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের পুনাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে। গত ১৫ বছর ধরে জিমিয়ে পরা বিএনপিকে চাঙা করতে এই উদ্যোগ হাতে নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে বিএনপির কমিটি গঠনের খবরে তোরজোড় শুরু হয়েছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মধ্য থেকে বাছাই করে কমিটি গঠনের দাবী জানিয়েছেন তারা। বরিশাল মহানগর বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, গত ১৫ বছরে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে যে সব নেতাকর্মীরা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন কমিটি গঠনে তাদেরকে প্রাধান্য দেয়া হবে।
এক বিএনপি নেতা বলেন, হাসিনা অবৈধভাবে ক্ষমতা নেয়ার পর বিএনপির একজনকর্মীও শান্তিতে বসবাস করতে পারেনি। হামলা মামলার ভয়তে ঘর ছেড়ে পালিয়ে ছিলো। ৫ আগস্ট হাসিনার পতনের পরে নেতাকর্মীরা নতুনভাবে স্বপ্ন দেখছেন তারা। দল তাদের মূল্যায়ন করবে এমনটাই আশা করেন তিনি।
অপর এক বিএনপি নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসররা যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে জন্য জেলা মহানগর থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কমিটি গুলোকে শক্তিশালী ভাবে গঠন করা হবে। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, দলকে পূর্ণগঠন করতে রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করবে দলটি। গত ১৬ বছর হামলা মামলার শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। ইতিপূর্বে যারা চাঁদাবাজি-দখলবাজি-লুটপাট হামলা ভাঙচুরের সাথে। জড়িত তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেবে দলটি।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন • সিকদার সাংবাদিকদের জানিয়েছেন, দলকে নতুনভাবে ঢেলে সাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। স্বৈরাচারী হাসিনা জনগণের যে ভোটাধিকার লুণ্ঠন করেছে সেই অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নির্দেশিত পথে হাঠবে বিএনপি। আর দল গঠনের ক্ষেত্রে ত্যাগী নেতাদের বিকল্প নেই।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক সাংবাদিকদের জানিয়েছেন, যোগ্য পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে থেকে নেতৃত্ব বাছাই করা হবে। আর কারও বিরুদ্ধে দখল সন্ত্রাস চাঁদাবাজির অভিযোগ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, দলকে শক্তিশালী ও নতুন করে ঢেলে সাজাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশাল বিভাগের সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপির কমিটিগুলো গঠনের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী ২৫ নভেম্বরের পরে গঠিত সকল বিএনপির কিমিটি বালিত এবং ২৫ নভেম্বরের পূর্বের যে সকল কমিটি বিতর্কিত সেগুলোও বাতিল করা হয়েছে।