পটুয়াখালীতে আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এটিএম আনিসুল ইসলাম খোকন (৫০) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইউসুফ কবিরাজকে (২৩) আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার সময় পুলিশের পৃথক অভিযানে খোকনকে কালিশুরী ইউপির রাজাপুর গ্রামের বাড়ি ও ইউসুফ কবিরাজকে ধুলিয়া ইউনিয়নের লঞ্চঘাট বাজার থেকে আটক করা হয়। আনিসুল ইসলাম খোকন কালিশুরী ইউনিয়ন পরিষদ সদস্য ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক। ইউসুফ কবিরাজ সাবেক এমপি আসম ফিরোজের নেতৃত্বাধীন ধুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটির (একাংশ) সহসভাপতি।
থানা সূত্রে জানা গেছে, আনিসুল ইসলাম খোকন বাড়ির সামনের একটি চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা করছিলেন। খবর পেয়ে রাত ১১টার সময় তাকে আটক করে পুলিশ। অপরদিকে ইউসুফকে ধুলিয়া লঞ্চঘাট এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদের দুজনকে আটক করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হবে।’