প্রথম দিনে বই পায়নি দুমকির শিক্ষার্থীরা

জানুয়ারি ০১ ২০২৫, ১৮:৩০

দুমকী প্রতিনিধি !! পটুয়াখালীর দুমকিতে নতুন বছরে নতুন বই না পাওয়ায় হতাশ মাধ্যমিকের শিক্ষার্থী ও অভিভাবকরা। মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি নতুন বই দেওয়ার কথা থাকলেও উপজেলার কোনো বিদ্যালয়ে বই দেওয়া হয়নি। বিভিন্ন বিদ্যালয় ঘুরে কোথাও বই দিতে দেখা যায়নি।

উপজেলার প্রাণকেন্দ্র দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দেখা যায়, শত শত শিক্ষার্থী-অভিভাবক বইয়ের অপেক্ষায় বিদ্যালয় মাঠে অবস্থান করছে।

বিদ্যালয় প্রস্তুতি নিয়েও রেখেছিল। কিন্তু উপজেলা শিক্ষা অফিসে বই না আসায় শিক্ষার্থীদের বই দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে হতাশ ও ক্ষোভের কথা জানায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা রানী, অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান ইভা, আবিদ ইসলাম, নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান মার্জিয়া ও জান্নাতুন নেছা জানান, বছরের শুরুতে নতুন বই পাওয়ার কথা।

বই না পেয়ে হতাশায় আছে তারা। দ্রুত বই না পেলে পড়ালেখায় সমস্যার সৃষ্টি হবে। অভিভাবক নাজমুন নাহারের ভাষ্য, যথা সময়ে বই না পেলে সন্তানদের পড়ার টেবিলে বসানো সম্ভব হবে না। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

দুমকি আপতুননেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহামুদা আখতার হেপি বলেন, নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে শিগগিরই নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিনের ভাষ্য, পটুয়াখালী জেলাতে বই আসেনি। আশা করছি, শিগগিরই বই আসবে। বই পেলে দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, জেলায় বই আসেনি। আংশিক বই আসার কথা ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, স্বল্প সময়ের মধ্যেই বই পাওয়া যাবে। বই এলে সঙ্গে সঙ্গে উপজেলাগুলোতে পৌঁছানো হবে।