সংবাদ প্রকাশের পর বদলি করা হলো ভূমি অধিগ্রহণ শাখার সেই সার্ভেয়ারকে

স্টাফ রিপোর্টার : দুনীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের পর পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদুর রহমানকে বদলি করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বদলির বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
তিনি বলেন, সার্ভেয়ার আসাদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের পর তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তাকে ভূমি অধিগ্রহণ শাখা থেকে ৩ জুলাই মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলির আদেশ দেন।
পটুয়াখালী ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদুর রহমানের দুর্নীতি-অনিয়ম নিয়ে গত ২৫ জুন বিভিন্ন সংবাদমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ৮ দিনের মাথায় ওই সার্ভেয়ারকে বদলি করা হয়।