দায়িত্বে লিংকন-রিয়াজ: উপদেষ্টা পরিষদ গঠন: নির্বাচন উপ-পরিষদ গঠন
অনিয়ম-দুর্নীতি: বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটিকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার !! বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি-সম্পাদকসহ সকল সদস্যকে অব্যাহতি দিয়েছে সাধারণ আইনজীবীরা। আজ বুধবার (১ জানুয়ারী) দুপুর ১ টায় আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সাধারণ আইনজীবীদের ডাকা তলবি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ।
এই সভায় আইনজীবী সমিতির ৪ শতাধিক সাধারণ আইনজীবী স্বাক্ষর করেছেন। বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. মজিবর রহমান নানটুর সভাপতিত্বে এবং বরিশাল জেলা তাতী দলের আহবায়ক এ্যাড. আনিসুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারন আইনজীবীরা জানান, নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগে আইনজীবী সমিতির গঠণতন্ত্র অনুযায়ী ১০ এর (খ) অনুচ্ছেদ এবং ১১ (ক) এর ২ অনুচ্ছেদ এর ক্ষমতাবলে এই সভার আহবান ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বরিশাল জেলা আইনজীবী সমিতির ১২৩৩ জন সদস্যের এক তৃতীয়াংশ সদস্য এই তলবি সভার পক্ষে মত দিয়েছেন।
সভায় নানা অনিয়ম দুর্নীতির কারণে সভাপতি গোলাম কবির বাদল, সাধারণ সম্পাদক খান মোঃ মোর্শেদসহ তাদের প্যানেলের সবাইকে অব্যাহতি দেয়া হয়।
এ পদে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এ্যাড. সাদিকুর রহমান লিংকনকে সভাপতি, এ্যাড. মির্জা মোঃ রিয়াজ হোসেনকে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন।
এছাড়া এ্যাড. অসীম কুমার বারৈ ও এ্যাড. তারিকুল ইসলামকে সহ-সভাপতি, এ্যাড. ফরিদ উদ্দিনকে অর্থ সম্পাদক, এ্যাড. মনির হোসেন ও এ্যাড. রাকিব হাসানকে যুগ্ম সাধারন সম্পাদক, এ্যাড. সজল মাহমুদ, এ্যাড. আবুল খায়ের রতন, এ্যাড. ফাহাদ বিন আহাসান ও এ্যাড. রিয়াজুল হক কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নব গঠিত কার্যনির্বাহী কমিটি রুটিন দায়িত্ব পালন করবেন। তবে আর্থিক ব্যয়, উন্নয়ন কিংবা কোন ধরণের প্রশাসনিক কাজ করতে পারবেন না।
নব গঠিত কমিটিকে মনিটরিং করার জন্য ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এরা হলেন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সাবেক আহবায়ক এ্যাড মজিবর রহমান নানটু, পাবলিক প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, সরাকরি কৌসুলি ফজলুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসিন মন্টু, এ্যাড. সহিদ হোসেন, বিএনপি নেতা এ্যাড. নাজিম উদ্দীন আহমেদ পান্না, বিএনপি নেতা এ্যাড.কাজী বশির উদ্দিন ও এ্যাড. সালাউদ্দিন মাসুম।
এছাড়া সাধারণ আইনজীবীদের তলবি সভায় এ্যাড. কাজী মোকলেচুর রহমান বাচ্চুসহ ৯ জন আইনজীবীকে নিয়ে নির্বাচন উপ-পরিষদ গঠন করা হয়েছে। এরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির আগামী নির্বাচন পরিচালনা করবেন।
এ বিষয়ে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. গোলাম কবির বাদল বলেন, গত ২২ ডিসেম্বর সভার আয়োজন করার জন্য আমার কাছে আবেদন করে। সিভিল কোর্ট বন্ধ থাকায় ২ জানুয়ারি সভা করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা সেটা না মেনে একটা সভা করেছে। ওই তলবী সভা গঠনতন্ত্র মোতাবেক হয়নি। এটা একটা প্রহসনের সভা হয়েছে। তারা ৫ আগস্ট যেটা করতে পারেনি সেটা করে দেখিয়েছে। তা না হলে যারা আমাদের সাথে নির্বাচনে হেরেছে তাদেরকে আবার দায়িত্ব দেয়া হয়েছে।