বিস্ফোরক আইনের মামলায়

বিএনপি-জামায়াতের ১৪ নেতা-কর্মী খালাস

জানুয়ারি ০৫ ২০২৫, ২২:০০

বানারীপাড়া প্রতিনিধি !! বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগে পুলিশের দায়ের করা মামলা থেকে ১৪ বিএনপি-জামায়াতের নেতা-কর্মী খালাস পেয়েছেন। আজ রোববার বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাফিয়া ইসলাম তাদের খালাস দেন।

খালাসপ্রাপ্তরা হলেন- বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান চোকদার, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাবিবুর রহমান জুয়েল, উপজেলার বাইশারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আতিকুল ইসলাম, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাম্মদ তালুকদার, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. তরিকুল ইসলাম মিল্টন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আল-আমিন ও সাবেক সভাপতি সাব্বির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. সিরাজ ফকির, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. তুহিন মৃধা, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আজমুল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাগর মাঝি, বিএনপি কর্মী ইয়ার হোসেন ও কামরুল ইসলাম। রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে খালাস পাওয়ায় নেতা-কর্মীরা বলেন. অবশেষে সত্যের জয় হয়েছে।