বরগুনায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ৭ চুল্লি ধ্বংস করল প্রশাসন

বরগুনা প্রতিনিধি !! বরগুনায় কয়লা তৈরি করার সাতটি অবৈধ চুল্লি ধ্বংস করেছে জেলা প্রশাসন। কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব চুল্লি ধ্বংস করা হয়। তবে কাউকে আটক অথবা জরিমানা করা যায়নি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের আজগর কাঠি নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর উপজেলার আজগর কাঠি নামক এলাকায় দীর্ঘদিন ধরে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়েকটি চুল্লির মাধ্যমে কায়লা তৈরি করা হচ্ছিল। এতে চুল্লীর ধোয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। পরে এমন খবর পেয়ে অবৈধ চুল্লিগুলো বন্ধ করতে জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন একটি অভিযান পরিচালনা করেন। তবে জেলা প্রশাসনে উপস্থিতি টের পেয়ে অবৈধ উপায়ে কয়লা তৈরির সঙ্গে জড়িতরা পালিয়ে গেলে কাউকে আটক অথবা জরিমানা করা যায়নি। পরে ওই এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরিতে নির্মিত সাতটি চুল্লি ধ্বংস করা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লির বিষয়ে জানতে পেরে তা বন্ধ করতে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। তবে জড়িত কাউকে পাওয়া না গেলেও পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে কয়লা তৈরির সাতটি চুল্লি ধ্বংস করা হয়েছে।