বেতাগীতে ইউপি সদস্যকে কুপিয়ে আহত, আটক ২

জানুয়ারি ২২ ২০২৫, ১৮:৪৪

বেতাগী প্রতিনিধি !! বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য সুমন কুমার রায়কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কুমড়াখালী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, দুপুরের দিকে কুমড়াখালী বাজারে আসেন সুমন রায়।

এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা আরো জানান, রাজনীতি ও নির্বাচনের পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। সুমন রায়ের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়েছি। করিম ও শুভ রায় নামে দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোষীরা যেই দলেরই লোক হোক না কেন, কোন ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।