জনগণের ভোটে ক্ষমতায় আসবে বিএনপি: নুরুল ইসলাম নয়ন

জানুয়ারি ২৭ ২০২৫, ২১:২৯

ভোলা প্রতিনিধি !! আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে উল্লেখ করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলায় এক গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।

যুবদলের সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অতি দ্রুত স্বচ্ছ ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে বিএনপি।

তিনি আরও বলেন, গত ১৬ বছর বিএনপি নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতন ও নিপীড়ন হয়েছে। কিন্তু বিএনপি বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশেই রয়েছে। কারণ তারা কোনো অন্যায় করেনি। শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে।

চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রাসেল মাহমুদ, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন প্রমুখ।