পাথরঘাটায় রাতের আধারে দেয়ালে শেখ হাসিনার প্রতি আস্থাসূচক পোষ্টার!

পাথরঘাটা প্রতিনিধি !! বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ ও দলীয় প্রধানের প্রতি আস্থাসূচক পোষ্টার লাগিয়েছে কে বা কারা। রাতের আধারে লাগানো পোষ্টার পুলিশ তুলে ফেলছে ও জড়িতদের আটকের চেষ্ট করছে। চার রঙ্গা পোষ্টারে লেখা শেখ ‘হাসিনাতেই আস্থা, বিজয় আসবেই, আমরা একাত্তর। প্রচারেঃ পাথরঘাটা জনগণ। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পোষ্টারগুলো বেশ মোটা ও গ্লোসি পেপারে মুদ্রিত। পাথরঘাটা কেএম হাইস্কুলসহ শহরের ২/১টি স্থানে গভীর রাতে এগুলো লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠেনের নাম নেই।
এ ব্যপারে আত্মগোপনে থাকা পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সূজন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যডভোকেট মো. জাবির হোসেন বলেন তারা পোষ্টার লাগানোর কথা শুনেছেন কিন্তু এর দায়িত্ব নিতে রাজি হননি।
এদিকে শুক্রবার সকালে ইমরান মোল্লা নামের এক যুবককে এলাকার জনগণ ধরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করেছে। তার পিতার নাম জব্বার মোল্লা, সে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বাড়ি সদর ইউনিয়নের রুহিতা গ্রামে।
ইমরান জানান, তাদের পরিবারের সবাই আওয়ামী লীগের সমর্থক। পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আটক ইমরানের ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে, অনুসন্ধান করা হচ্ছে।