মা-মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে বাদীর পরিবার

ফেব্রুয়ারি ২৭ ২০২৫, ২০:০৯

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে মা-মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে পড়েছেন বাদীর পরিবার। আসামীদের গ্রেফতার না করায় অনবরত প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। মামলার বাদী মোসাঃ শাকিলা আক্তার অভিযোগ করে বলেন, মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন আসামীরা। বিষয়টি তদন্তকারী কর্মকর্তা জেনেও নিচ্ছেন কোন ব্যবস্থা।

মামলা সূত্রে জানা গেছে, নগরীর নাজির মহল্লার মোঃ বরকত আলী রুম্মানের স্ত্রী ও তার শিশু সন্তানকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত ৮ জানুয়ারী ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মোসাঃ শাকিলা আক্তার।

মামলায় আসামীরা করা হয়, নগরীর নাজির মহল্লা এলাকার মোঃ মামুন শরীফ তার স্ত্রী মোসাঃ সুমী আক্তার, আলী আকবর শওকতের স্ত্রী মোসাঃ নাছিমা বেগম ও বাদীর স্বামী মোঃ বরকত আলী রুম্মান। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করলে থানা পুলিশকে এফআইআর হিসেবে গ্রহনের নির্দেশ দেন বিচারক।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ ডিসেম্বর সকাল ১১টায় অন্যান্য আসামীদের অনুপস্তিতে মামুন শরীফ বাদীর নাবালিকা শিশু সন্তানকে ধর্ষণ চেষ্টা করে। এ সময় বাদীর কন্যা ডাক-চিৎকার দিলে আসামী মামুন শরীফ পালিয়ে যায়।

বিষয়টি সম্পর্কে গত ৪ জানুয়ারী রাত ১১টায় আসামী মামুন শরীফকে জিজ্ঞেস করলে আসামীরা বাদী ও তার মেয়েকে এলোপাথারী মারধর করে। এ সময় মামুন শরীফ যৌন কামনা চরিতার্থ করার লক্ষে বাদীর বাম স্তনে কামড় দেয়।

এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মামলাটি দায়ের করেন তিনি।

এদিকে মামলার দায়ের পর থেকে আসামীরা বাদী ও তার পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছেন। মামলা তুলে না নিলে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন বাদী শাকিলা আক্তার।

বিষয়টি সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক বলেন, মামলাটি তদান্তাধীন রয়েছে। ৪নং আসামী গ্রেফতার রয়েছে। বাদীর পরিবারকে হুমকির বিষয়টি শুনেছি। অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।