মাছের মণপ্রতি ৩৪ টাকার স্থলে ৩০০ টাকা নেয়ার অভিযোগ

অবৈধভাবে পোর্টরোড বাজার ইজারা দেয়ার অভিযোগ

মার্চ ০৮ ২০২৫, ১৬:২০

স্টাফ রিপোর্টার : পোর্ট রোড বাজার মালিকানাধীন হওয়া সত্বেও বরিশাল সিটি কর্পোরেশন অবৈধ ইজারা দেওয়ার প্রতিবাদে সংবাদ-সম্মেলন করেছে মৎস্য আড়তদার এসোসিয়েশন। শনিবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল নাগরীর পোর্ট রোড মৎস্য আড়তদার মালিক সমিতির কার্যালয়ের ইলিশ ভবনে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে বরিশাল সদর মৎস্য আড়তদার এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম অভিযোগ করে বলেন, পোর্ট রোড বাজারের জমি শহীদ জিয়া মৎস্য অবতরণ কেন্দ্রের নামে রেকর্ডীয় সম্পত্তি। অথচ ওই সম্পত্তিতে গড়ে ওঠা বাজার সিটি করপোরেশন অবৈধভাবে ইজারা দিয়েছে। বিষয়টি সিটি করপোরেশনের প্রশাসকে অবহিত করলেও কোন প্রতিকার পাননি।

এছাড়া বরিশাল সিটির সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের ছত্রছায়ায় সাবেক কমিটির সভাপতি
খান হাবিবের ভাই খান কামাল বিএনপি’র নাম ব্যবহার করে বাজার কম্পাউন্ডের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদাবাজি এবং বি আইডব্লিউটিএ’র কাছ থেকে ইজারা নিয়ে ৩৪ টাকার জায়গায় ৩০০ টাকা করে গাড়ি লোড-আনলোডে চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ মালিক সমিতির।

বরিশাল সদর মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: কামাল সিকদার বলেন, বিআইডব্লিউটিএ এর মাছঘাঁট থেকে মন প্রতি ৩৪ টাকা নির্ধারণ করা থাকলেও ইজারাদার খান হাবিবের লোকজন ৩০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। পরে বিষয়টি নিয়ে বসলে ৩০০ টাকার স্থলে বর্তমানে ১০০ টাকা করে নিচ্ছেন।

অন্যদিকে সিটি কর্পোরেশন অবৈধভাবে পোর্ট রোড বাজার ইজারা দিয়ে ফুটপাতের ব্যবসায়ীদের উপর জুলুম করছেন। এছাড়া ইজারাকৃত পোর্টরোড বাজারের ওই জমি শহীদ জিয়া মৎস্য অবতরণ কেন্দ্রের হওয়ায় সিটি করপোরেশনের ইজারা বাতিল দাবী করেন তারা।

জানা গেছে, ২০০৯ সাল থেকে পোর্ট রোড বাজারের ইজারা প্রথা চালু করে তৎকালীন আওয়ামীলীগ সরকার। সেই থেকে অবৈধভাবে মালিকা সম্পত্তিতে গড়ে ওঠা বাজারের ইজারা দিয়ে আসছে সিটি করপোরেশন।

সংবাদ সম্মেলনে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রিমন, সাবেক সভাপতি জাহাঙ্গীর সিকদার, ইয়ার হোসেন সিকদার, তাফু চৌধুরী, বাচ্চু তালুকদার, রাজেশ্বর দাস উপস্থিত ছিলেন।