কলাপাড়ায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রি

কলাপাড়া প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান ট্রাকে কার্ড ছাড়াই বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি তেল ও ১ কেজি ছোলা বিক্রি করছে ৪৫০ টাকায়।
সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে রবিবার সকাল থেকে কলাপাড়া প্রেসক্লাব সামনে উপজেলা পরিষদ মাঠে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে থাকেন মধ্যবিত্তরা।
পৌর শহরের ৮০০ গ্রাহকের কাছে টিসিবির পণ্য বিক্রি হয়। এ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে বলে জানিয়েছেন তত্ত্বাবধানে থাকা মো. নজরুল ইসলাম।