উপকূলের কৃষিতে সূর্যমুখীর বিপ্লব

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির উদ্যোগে লবণসহিষ্ণু সূর্যমুখী চাষ। হাইসান-৩৩ জাতের এই সূর্যমুখী চাষ করে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
বেশ কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। যার ফলে উপকূলীয় অঞ্চলে জোয়ারের নোনা পানি ঢুকে পড়ছে।
এই কারণে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং হাজার হাজার হেক্টর কৃষিজমি অনুর্বর হয়ে পড়ছে। লবণাক্ততা ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে অনেক জমি অনাবাদি হয়ে গিয়েছে।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি, নগর উন্নয়ন কর্মসূচি এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক মো. লিয়াকত আলী জানান, ‘লবণাক্ততার কারণে আগে পটুয়াখালীর কলাপাড়ায় এক মৌসুমে আমন ধান কাটার পর বেশিরভাগ জমি পতিত অবস্থায় পড়ে থাকত। তবে ব্র্যাক অ্যাডাপটেশন ক্লিনিক কৃষকদের বীজ, চাষ পদ্ধতি, সার ও বালাই ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করেছে।
এর ফলে, এই বছর প্রায় ৫ হাজার বিঘা পতিত জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে এবং ১ হাজার ৮০০ টন সূর্যমুখী উৎপাদনের আশা রয়েছে।’