শহীদ পরিবারের পাশে জেলা পরিষদ, ৩০ লাখ টাকা অনুদান

পটুয়াখালী প্রতিনিধি : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ১৫ জন বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে পটুয়াখালী জেলা পরিষদ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান সোহেল।
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আরিফ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা রুবাইয়াৎ জাহান, জেলা প্রশাসনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা।
জেলা প্রশাসক এসময় বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক মহামূল্যবান ইতিহাস। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি শহীদদের কবর সরকারি খরচে পাকা করার ঘোষণা দেন এবং আহতদের দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাসও দেন। এসময় শহীদ পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।