অবশেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাকিল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : অবশেষে নানা নাটকীয়তা শেষে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শাকিলকে গ্রেফতার দেখানো হয়।
শাকিলের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা শাকিলকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
জানা গেছে, ব্যবসায়িক কাজে বৃহস্পতিবার বরিশাল নগরীর বাজার রোডে আসেন মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল। এ সময় ছাত্রদলের পরিচয়দানকারী কয়েকজনকর্মী শাকিলকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
বিষয়টি শাকিলের ভাইকে জানালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। এরপর নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাকিলকে উদ্ধার করেন। এ সময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।
কিন্তু রহস্যজনক কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে ছেড়ে দেন।
এরপর রাত সাড়ে নয়টার দিকে মোস্তাফিজুর রহমান শাকিলকে গ্রেফতার দেখায় আইনশৃঙ্খলা বাহিনী।