ভোলা থেকে শাহবাগে জুলাই শহীদের স্ত্রী ফাতেমা

মে ১০ ২০২৫, ১৯:৫৯

অনলাইন ডেস্ক : রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে যোগ দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাহাজাহানের স্ত্রী ফাতেমা।

তিনি দক্ষিণাঞ্চলের জেলা ভোলা থেকে পাঁচ মাসের শিশু সন্তান নিয়ে ঢাকায় এসেছেন শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাতে।

শুক্রবার (১০ মে) ফাতেমা বলেন, ‘গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আমার স্বামী শাহাজাহান। তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম। আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই তার বাবাকে হারিয়েছে।

এখন তার বয়স মাত্র পাঁচ মাস। এত ছোট সন্তানকে নিয়ে এই ভয়াবহ গরমের মধ্যেও আমি এখানে এসেছি। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ এখন জনসমুদ্রে রূপ নিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, জাগ্রত জুলাই, আপ বাংলাদেশ, হেফাজতে ইসলামসহ নানা দল-মতের মানুষ এই আন্দোলনে সংহতি প্রকাশে অংশগ্রহণ করেছে।