চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর, গুলি করে মেরে ফেলার হুমকি

স্টাফ রিপোর্টার : বরিশালের বাবুগঞ্জে চাঁদা না পেয়ে ঠিকাদার কে মারধর ও গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১১ মে রবিবার বাবুগঞ্জের মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী ঠিকাদার জুয়েল মাহমুদকে বেধড় মারধর করার খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী ঠিকাদার জুয়েল মাহমুদ বলেন, রবিবার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর বাড়িতে মুক্তিযোদ্ধাদের ঘরের কাজ করতে গেলে তার কাছে চাঁদা দাবি করে স্থানীয় মোঃ খোকন ওরফে আর্মি খোকন ও কেদারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ কামাল, তৌফিক হোসেন সহ অজ্ঞাত ৮-১০ জন।
হামলাও মারধরের সময় বাবুগঞ্জ উপজেলার পি.আই.ও মোঃ সোহেল আহমেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পিআইও’র সামনেই সন্ত্রাসীরা তাকে (ঠিকাদার) মারধর করে।এতে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। এছাড়া তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।
বিষয়টি ততক্ষণাৎ বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদকে অবহিত করা হলে, তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
জুয়েল মাহমুদ বলেন, তিনি তারেক জিয়া পরিষদের ২ নং সদস্য সচিব হওয়ার পরেও তার জীবনের কোন নিরাপত্তা নেই। চাঁদাবাজদের জন্য ঠিকাদারি করতে পারছেন না। সে বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ২৪ বছর সম্মানের সাথে সার্ভিস দিয়ে অবসরে এসেছেন।
ঠিকাদার জুয়েল মাহমুদ আরও বলেন, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের কথা হয়েছে। স্থানীয়ভাবে সুষ্ঠু বিচার ও সমাধান না পেলে, আইনগত ব্যবস্থা নিবেন বলে জানা জুয়েল।
অভিযোগের বিষয় অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।