বরিশাল নগর বিএনপির দুই নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টাার : অন্যের জমিতে বালু ফেলায় বরিশাল মহানগর বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্র।
আজ মঙ্গলবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৯ মে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমানসহ তাদের লোকজন গায়ের জোরে অপরের জমিতে বালি ফেলেন।
এই অপরাধে বিএনপির পক্ষ থেকে তাদের যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।