তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় হিজলায় সেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

হিজলা প্রতিনিধি : খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন সমাবেশকে সফল করার উদ্দেশ্যে হিজলা উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে এক প্রস্তুতি সভা ও পোস্টারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম রুবেল। তাঁর দৃঢ় নেতৃত্ব ও প্রেরণাদায়ক বক্তব্য নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করে।
সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল এবং সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার।
এসময় আরও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন মৃধা, মনির নপ্তি, সামিম নোমান, হাবিব উল্লাহ বেপারী। সদস্য ইমরান খন্দকার, রাজা ভুইয়া, ইব্রাহিম মুন্সি, মাসুদ খান, জোবায়ের বেপারী, আবু জাফর বাবলু, ইমরান, নোমান বেপারী, রাকিব, ইউনুস প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আসন্ন সমাবেশে হিজলা উপজেলা থেকে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।