সমুদ্র সৈকত কুয়াকাটায় পরিচ্ছন্নতা অভিযান

কলাপাড়া প্রতিনিধি !! পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ‘বিডিক্লিনে’র প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক। ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানকে সামনে রেখে, দেশ পরিস্কারের শপথ নিয়ে জিরো পয়েন্টসহ সবগুলো স্পট পরিষ্কার করেন তারা।
আজ শনিবার সকাল ১১টায় এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম। তাদের এই প্রশংসনীয় কাজে সহযোগিতা করেন, কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর গাইড, ট্যুর অপারেটরসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের সাথে সৈকতকে পরিষ্কার করতে বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়াসহ বিভিন্ন স্থানের স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।
কুয়াকাটা বিডি ক্লিন টিমের সদস্য আসাদুজ্জামান মিরাজ জানান, তাদের উদ্দেশ্য শুধু কুয়াকাটা নয়; বরিশাল বিভাগসহ দেশের সব পর্যটন কেন্দ্রের পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা। তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটা সৈকতকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। আমরা চাই, এমন উদ্যোগে আরও বেশি মানুষ এগিয়ে আসুক।