ভোলায় বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, নিহত ১

মে ৩০ ২০২৫, ১৯:৫২

ভোলা প্রতিনিধি : নিম্নচাপের প্রভাবে ভোলায় নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি। মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা।

মনপুরা, তজুমদ্দিন ও দৌলতখান পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত ২০টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। এছাড়াও ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বেড়িবাঁধের মাটির নিচে পরে ওমর(৮) নামের এক শিশু নিহত হয়েছে৷ নিহতের তথ্য নিশ্চিত করেছেন মনপুরা উপজেলার নির্বাহী অফিসার লিখন বনিক। তিনি বলেন, গতকাল ২টার দিকে মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাট সংলগ্ন এলাকায় ওমর নামের একজন শিশু নিখোঁজ হয়৷ আজ ওই শিশুর মরদেহ ওই এলাকার নতুন বেড়িবাঁধের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিকভাবে ধারণা করা যায় খেলাধুলা করতে গেলে মাটি চাপা পরে৷

অন্যদিকে পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। জোয়ারে ভেসে নিখোঁজ রয়েছে শতাধিক গবাদি পশু। বৈরী আবহাওয়ার মধ্যে আজকে দুই রুটে ফেরী চলাচল করলেও বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল।

অন্যদিকে জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। ভোলা আবহাওয়া অফিস তথ্যমতে গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান জানান, ক্ষতিগ্রস্তদের জন্য চাল ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।