আবারও চট্টগ্রাম বন্দরে আসছে আলোচিত সেই জাহাজ

নিউজ বরিশাল ডেস্ক !! পাকিস্তানের করাচি থেকে পণ্য নিয়ে আলোচিত সেই জাহাজ আবারও চট্টগ্রাম বন্দরে আসছে। আগামী ১৯ অথবা ২০ ডিসেম্বর ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের জাহাজটি কনটেইনারবাহী পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।
এর আগে, জাহাজটি প্রথমবারের মতো গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে। ৩৭০ একক পণ্যবাহী কনটেইনার খালাসের পর জাহাজটি পরদিন চট্টগ্রাম বন্দর ছেড়ে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেয়।
এটি ছিল মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করা প্রথম কোনো জাহাজ। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ শুরু হয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, করাচি, দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক রুট অত্যন্ত আশাব্যঞ্জক। নতুন এ রুট বাংলাদেশের নৌবাণিজ্যকে আরো এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।
এইচআর শিপিং লাইনের একজন কর্মকর্তা জানান, পাকিস্তানের করাচি বন্দর থেকে লাইনার সার্ভিসের মাধ্যমে প্রথমবার গত ১১ নভেম্বর ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামে জাহাজের মাধ্যমে ৩৭০ একক কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। পরদিন ১২ নভেম্বর কনটেইনার খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। জাহাজটি পণ্য নিয়ে আবারও আসবে ১৯ অথবা ২০ ডিসেম্বর।