মাদক বহন: ছাত্রলীগ নেতা আবিদ হাসানকে ৫ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার !! বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগের নেতা আবিদ হাসানকে মাদকসহ (গাঁজা) গ্রেফতার শেষে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বরিশাল নগরীর বিনোদনকেন্দ্র ত্রিশগোডাউনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বুধবার দুপুরে আবিদ হাসান আটক হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবিদকে পাঁচ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মাদকসহ আটকের পর আবিদ বিষয়টি স্বীকার করলে বিচারক তাকে এই দণ্ডাদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক পরিতোষ কুমার কুন্ড।
গ্রেফতার আবিদ হাসান ববির ৫ম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী। আবিদ হাসান ছাত্রলীগের ববি শাখার নেতা ও স্থানীয় যুবলীগ নেতা অসীম দেওয়ানের অনুসারী। জানা যায়, ত্রিশ গোডাউন এলাকায় অবস্থানের সময় সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করে। তল্লাশিতে তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ মাদক পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি স্বীকার করেন। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক পরিতোষ কুমার কুন্ড বলেন, আমাদের নিয়মিত অভিযানে তিনি আটক হয়েছে। তারপর উপস্থিত বিচারক তাকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়ে দেন।