মনপুরায় ৫ শতাধিক পরিবারের বসতঘর রক্ষায় মানববন্ধন

ডিসেম্বর ২৯ ২০২৪, ১৮:৫৭

মনপুরা প্রতিনিধি !! ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের নতুন চলমান বেড়িবাঁধের কাজ পুরনো বাঁধ থেকে কিছুটা সরিয়ে করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়িবাঁধের পাশে থাকা ৫ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের সাধারণ মানুষ এ মানববন্ধন করেন।

রোববার বেলা ১১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের লতাখালী নামক স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, সেলিম মালতিয়া, কবির হাওলাদার, জাকির হাওলাদার, মো. রিয়াজ প্রমুখ।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের নতুন বেড়িবাঁধ নির্মাণে সৃষ্ট সমস্যা সমাধানের প্রতিকার চেয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী স্বাক্ষরিত আবেদনপত্র প্রদান করেছে।