পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে সড়কে প্রাণ গেল নাফিজের

ডিসেম্বর ২৯ ২০২৪, ১৯:৫১

পটুয়াখালী প্রতিনিধি !! পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেয়ামুল হক নাফিজ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ শিকদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত নেয়ামুল হক নাফিজ পটুয়াখালী পৌর শহরের মুনসেফ পাড়া এলাকার অ্যাডভোকেট নাজমুল হকের একমাত্র ছেলে। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের উচ্চ মাধ্যমিক বিভাগের প্রথম বর্ষে ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নাফিজ ঢাকা থেকে আগত বন্ধুদের সঙ্গে পায়রাকুঞ্জ ঘুরতে গিয়েছিলেন। পায়রাকুঞ্জ থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে একটি কালো রঙের গাড়ির সঙ্গে নাফিজের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাইক আরোহী নাফিজ ও সাফিনকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিসকে মৃত ঘোষণা করেন এবং শাফিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। একই ঘটনায় ফারাবি হাসান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নাফিজের পরিবার থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।