৫ আগস্ট বিপ্লেবের সূচনা হয়েছে, শেষ হয়নি

ডিসেম্বর ৩০ ২০২৪, ১৮:১৬

পটুয়াখালী প্রতিনিধি !! ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ৫ আগস্ট বিপ্লেবের সূচনা হয়েছে, শেষ হয়নি। এক হাজার যুবকের রক্তের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত স্বৈরাচার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। বিদেশি শক্তির সহায়তায় তারা এ অর্জন ব্যর্থ করার চক্রান্ত করে যাচ্ছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনর সদস্য মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদেক বিল্লাহ আল মাদানী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনর সদস্য মাওলানা শাহ মো: নেছারুল হক, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহা: জাকির হোসেন প্রমুখ।

তিনি আরো বলেন, ৫৪ বছরেও কেন আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলাম না। রাজনীতি ব্যবহার করে দুর্বৃতায়ন হয়েছে। রাজনীতিবিদরা বিদেশে গাড়ি বাড়ি বানিয়েছেন। তিনি বলেন, একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ অনেক বড় ভূমিকা পালন করেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। দু’টি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া মসজিদের জন্যও নীতিমালা করা হচ্ছে।

খালিদ হোসেন বলেন, ৫ আগস্টের পরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরো যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশে সকল ধর্মের মানুষের। তাদের সবার স্ব স্ব ধর্ম পালনের অধিকার রয়েছে। যারা এ অধিকার ক্ষুণ্ন করতে চায় তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের।

তিনি আরো বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে অথচ তাদের দেশেই সংখ্যালঘুদের কচুকাটা করা হচ্ছে। তাদের উপসনালয়ের নিচ থেকে শিবলিঙ্গ আবিষ্কার করা হচ্ছে।

তিনি বলেন, সংস্কার শেষ হলে আমরা একটি নির্বচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। মতবিনিময় সভায় জেলার দুই শতাধিক মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।