প্রচন্ড শীতে কাঁপছে কলাপাড়ার মানুষ

জানুয়ারি ০৩ ২০২৫, ১৮:৫৭

কলাপাড়া প্রতিনিধি !! সাগরপাড়ের পটুয়াখালীর কলাপাড়ায় বইছে হিমেল হাওয়া। সেই সঙ্গে ঘন মেঘ ও ঘন কুয়াশায় ঢাকা রয়েছে উপকূল। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

তীব্র ঠান্ডায় সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। চরম দুর্ভোগ পোহাচ্ছে গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা।

এছাড়া অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। বিশেষ করে বেশির ভাগই বয়স্ক ও শিশু। এছাড়া উপজেলার হাট বাজার গুলোতে মানুষের উপস্থিতি একেবারেই কম।

শুক্রবার সকাল নয়টায় সর্বনিম্ন ১৩.২ ডিগ্রী সেলসিয়াস ও বিকেল ৩ টায় সর্বনিন্ম ১৮.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

অটোভ্যান চালক কামাল বলেন, প্রচন্ড ঠান্ডা। অটো চালানোই কঠিন হয়ে পড়ছে। টানাটানির সংসার, তাই বাধ্য হয়ে অটোভ্যান নিয়ে বের হয়েছি। জেলে আয়নাল মাঝি জানান, ঠান্ডা বাতাসের কারণে সাগরের মাছ ধরা বন্ধ রেখে তীরে এসেছি।

খেপুপাড়া আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো.জিল্লুর রহমান বলেন, বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এ অবস্থা আরোও দুই এক দিন থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।