বাউফলে ২১০ পিস ইয়াবাসহ আটক ৩

পটুয়াখালী প্রতিনিধি !! ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে পটুয়াখালীর বাউফলের মো. নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদারকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ২১০ পিস ইয়াবা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই পরিবারটি মাদক বিক্রি করে আসছিলো। কিন্তু এলাকায় ওই পরিবারের প্রভাব থাকায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস করতো না। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ২১০ পিস ইয়াবা ট্যাবলেট।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বলেন, এই চক্রটি ধরার জন্য আমরা তাদের উপর নজর রাখছিলাম। আটক নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদার এদের বিরুদ্ধে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হবে।