মেঘনা নদীতে বলগেটের ধাক্কায় নৌকা ডুবি, জেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি !! ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে বালুবাহী বলগেটের ধাক্কায় ট্রলার ডুবে মো. দুলাল মাঝি (৪০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) দুপুর পর্যন্ত ওই জেলের খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় মেঘনা নদীর ভোলার খাল এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. নুর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে দুলাল নৌকা নিয়ে নদী থেকে মাছ ধরে ঘাটে ফিরছিলেন। এ সময় একটি বালুবাহী বলগেট তার নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। তখন ছিটকে নদীতে পড়ে যান দুলাল। পরে স্থানীয় জেলেরা নৌকাটিকে টেনে ঘাটে নিয়ে আসে।
এ খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের লোকজন রাত ১টা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন কালের কণ্ঠকে জানান, নিখোঁজের খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অনেক খোঁজাখুজি করেও জেলের সন্ধান পায়নি। সন্ধ্যার পর ঘটনাটি হওয়ায় বলগেটটি শনাক্ত করা যায়নি।
ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, রাত ১টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এতে নিখোঁজ জেলের কোনো সন্ধান মেলেনি।