কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় পরিবহনের দায়ে জরিমানা

ভোলা প্রতিনিধি !! ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ইটভাটায় পরিবহন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি এস্কেভেটর জব্দ (ভেকু মেশিন) ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সাচরা ইউনিয়নে তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও চর কাটা বন্ধে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সাচড়া ইউনিয়নে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় পরিবহন করার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি এস্কেভেটর জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
এ বিষয়ে এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মেহদী হাসান গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ইটভাটায় পরিবহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি এস্কেভেটর জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইটভাটা কে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন কোস্টগার্ড ও নৌপুলিশ মির্জাকালু ফাঁড়ি।