বাউফলে অটোরিকশা চালককে হত্যা

জানুয়ারি ২৭ ২০২৫, ২১:২৯

পটুয়াখালী প্রতিনিধি !! পটুয়াখালীর বাউফলে মো. সুজন হাওলাদার (৩০) নামের এক অটোরিকশা চালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নারায়ণপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবা নবী আলী হাওলাদার অভিযোগ করেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মিরাজের (৩০) নেতৃত্বে হত্যাকাণ্ড হয়। তবে হত্যাকাণ্ড সম্পর্কে এর বেশি বলতে পারেন নি তিনি।

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, তার শরীরের চার অংশে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের আইনের আওতায় নিতে মাঠে কাজ শুরু করেছে।