বরিশালে ধর্ষণ চেষ্টার আসামী গণধোলাইয়ে নিহত

মার্চ ১৫ ২০২৫, ২২:১৪

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর রুপাতলীতে ধর্ষণ চেষ্টার আসামী অটোচালক মোঃ সুজন (২৪) গণধোলাইয়ে নিহত হয়েছেন। সে নগরীর ধাণ গবেষনা রোডের মোঃ মনিরের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আসামী সুজন একই এলাকার শিলা বেগমের প্রতিবেশী। শিলা বেগমের চার বছরের শিশু সন্তান প্রায় সময় সুজনের বাসায় টিভি দেখার জন্য যাইত। গত ১৪ মার্চ দুপুর দেড়টায় অটোচালক সুজনের বাসায় কড়াই দেওয়ার জন্য যায়। ওই সময় আসামীর বাসায় আর কেউ ছিলো না।

এই সুযোগে বসত ঘরের মধ্যে খাঁটের উপরে সোয়াইয়া জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে সুজন। এ সময় ভিকটিম ডাক-চিৎকার দিলে আসামী বাদীর মেয়েকে ছেড়ে দিয়ে ঘর থেকে বাহির হয়ে যায়। বাদীর মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় এসে ঘটনা খুলে বলে। এ ঘটনায় ওই দিন বরিশাল কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন শিলা বেগম।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে পড়ে জনতা। পরে আজ (১৫ মার্চ) বিকেলে আসামী সুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। গুরুতর অসুস্থ হয়ে পড়লে সুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় রাত সোয়া ৮টায় মারা যায় সুজন।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় একটি মামলা হয়েছিলো। সেই আসামীকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। খবর পেয়ে আমরা আসামী সুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় রাতে সে মারা যায়।