ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

মার্চ ১৯ ২০২৫, ১৯:৫১

ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে প্রাণ হারিয়েছে শিশুসহ ২ জন। তাদের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়া তাহিয়া নামের ৪ বছরের এক শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়া আব্দুস সাত্তার (৫৫) নামের এক মাদরাসা সুপার ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত তাহিয়া উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান ইকরামের মেয়ে। নিহত আব্দুস সাত্তার উপজেলার মধ্য জয়নগর দাখিল মাদরাসার সুপার ছিলেন।

তাহিয়ার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের দিকে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

অপর দিকে ভোলার উপশহর বাংলাবাজারের দক্ষিণ পাশে টেকনিক্যাল কলেজের সামনে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মধ্য জয়নগর দাখিল মাদরাসার সুপার আবদুস সত্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু তাহিয়ার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর মারাসার সুপার আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।