চোখ উপড়ানোর মূলহোতা সাকিব গ্রেপ্তার

মার্চ ২৮ ২০২৫, ১৯:৫৫

চরফ্যাসন প্রতিনিধি : আত্মীয়র বাসা থেকে ধরে নিয়ে শাজাহান মিন্টিজ নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ানোর অভিযোগে মো. সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৮ এর অভিযানে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

আত্মীয়র বাসা থেকে ধরে নিয়ে শাজাহান মিন্টিজ নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ানোর অভিযোগে মো. সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৮ এর অভিযানে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২ মার্চ আত্মীয়র বাসা থেকে ধরে নিয়ে শাজাহান মিন্টিজ নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়েছে সংঘবদ্ধ একদল যুবক। শুধু তাই নয়, তুলে নেওয়া হয়েছে তাঁর দুই চোখ এবং কেটে দেওয়া হয়েছে ডান হাতের একটি আঙুল। মারধরে ভেঙে গেছে তাঁর বুকের হাড়; মেরুদণ্ডেও গুরুতর জখম হয়। এ ঘটনায় গত ৮ মার্চ ভুক্তভোগী মিন্টিজের মা নুরভানু বাদী হয়ে এজাহার নামীয় ৭ জন ও অজ্ঞাত ৫ জনকে আসামি করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার সকালে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের পাঙ্গাসিয়া লঞ্চঘাট থেকে র‍্যাব-৮ এর একটি দল তাকে গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করেছে বলে দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সাকিব নজরুল নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা লোকমান হোসেনের ছেলে।

জানা যায়, গত ২ মার্চ নজরুল নগর ইউনিয়নের আরকলমী গ্রামে শাজাহান মিন্টিজ নামের এক যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও নজরুল নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা লোকমান হোসেনে ছেলে ছাত্রদল নেতা মো. সাকিব ও চর কলমী ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড কমিটির সভাপতি পল্লী চিকিৎসক জাহাঙ্গীরসহ তাদের দলবলরা তাকে ধাওয়া করে প্রতিবেশী জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করেন।

পরে ওই যুবককে স্থানীয় বারেক ফরাজীর বাড়ির পুকুর পাড়ে নিয়ে গণধোলাই দিয়ে হাত-পা ভেঙ্গে দেয় এবং দু’টি চোখ তুলে দিয়ে পুকুরের পাড়ে ফেলে রেখে যায়। ওই দিনই স্থানীয় গ্রাম পুলিশ মো. সোরহাব হোসেনসহ আরও কয়েকজন তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে পাঠান। পরে চরফ্যাসন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, মামলা দায়েরের পর ওই মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে মূল আসামি সাকিবকে র‍্যাব গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করেছেন।