দুমকিতে আওয়ামী লীগের ২ নেতা আটক

এপ্রিল ০৬ ২০২৫, ২০:২৪

দুমকী প্রতিনিধি : ঈদুল ফিতরের পরে ডেভিল হান্ট অপারেশনে পটুয়াখালীর দুমকিতে রেজাউল হক রাজন (৪২) ও ফরিদ আহমেদ (৪৫) নামের আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে মো. রেজাউল হক রাজনকে এবং রবিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে ফরিদ আহমেদকে আটক করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক রেজাউল হক রাজন উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক এবং ফরিদ আহমেদ মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, আজিজ আহম্মেদ কলেজের এইচএসসি (বিএমটি) শাখার হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ও উত্তর মুরাদিয়া গ্রামের মৃত তাজেম মোল্লার ছেলে।

রেজাউল হক রাজনকে মির্জাগঞ্জ উপজেলার একটি মামলায় আটক দেখিয়ে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জুলাই বিপ্লবকালে (ছাত্র-জনতার আন্দোলন) ছাত্র-জনতাকে বাধাসহ মারমুখী অবস্থানে ফরিদ আহমেদকে দেখা গেছে; যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। তার অসৌজন্যমূলক আচরণে অতিষ্ঠ হয়ে আজিজ আহম্মেদ কলেজ গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ বরাবর চাকুরিচ্যুত করার ব্যবস্থা নিতে একটি অভিযোগ দাখিল করেন শিক্ষক কর্মচারীরা। পরে কলেজ গভর্নিং বডি তাকে সাময়িক বরখাস্ত করে।

এ ছাড়া ভুয়া জাল সনদে তার স্ত্রী নাহিদ আক্তার লিপিকে আওয়ামী ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বশিরিয়া দারুচ্ছুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদরাসায় চাকরি দেন তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে ওই ঘটনায় ৭ নভেম্বর মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা করেন।