হিজলায় টেন্ডার না পাওয়ায় ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

মে ০৫ ২০২৫, ২১:৩৩

নিউজ বরিশাল ডেস্ক ॥ বরিশালের হিজলা উপজেলাধীন হরিনাথপুর বাজারের ড্রেন সংস্কারের কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে অপর এক ঠিকাদারের বিরুদ্ধে। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন ওই ঠিকাদার।

জানা গেছে, গত ৩০ এপ্রিল কাজের সময় বালু-সিমেন্ট মেশানোর পানির প্রয়োজন হলে বাজারের একটি সরকারি শৌচাগার থেকে পাইপ দিয়ে পানি আনার জন্য ব্যবস্থা করা হয়। এসময় বাধা দেন স্থানীয় বিএনপি’র আহ্বায়ক সালাউদ্দিন সরদার। পাইপটি খুলে দেন তিনি। ওই টয়লেট থেকে পানি নিতে হলে তাকে জানাতে হবে, সে ওই টয়লেটের দায়িত্বে রয়েছেন, তিনি এগুলো দেখাশোনা করেন এবং বাজার থেকে চাঁদা কালেকশন করে বিদ্যুতের বিল দেন।

কাজের দরপত্র পাওয়া ঠিকাদার সৈয়দ সাইদুল হক শিপন জানান, কাজে বাধা দেয়ার বিষয়টি জানতে চাইলে তার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সালাউদ্দিন। এ সময় পানি-বিদ্যুতের খরচ দেয়া এবং মর্টার নষ্ট হলে ক্ষতিপূরণ দেয়ার কথা জানালেও মন গলেনি সালাউদ্দিনের। পরবর্তীতে মসজিদ থেকে পানির ব্যবস্থা করা হলে সালাউদ্দিন সরদার সেখানে গিয়েও বাধা দেন। খোঁজ নিয়ে জানা যায়, ঠিকাদারি কাজ কিংবা কাজ থেকে কোন টাকার ভাগ না পেয়ে ক্ষুব্ধ হন সালাউদ্দিন সরদার।

হিজলা উপজেলার বিএনপির আহ্বায়ক আব্দুল গাফ্ফার তালুকদার বলেন, ‘সালাউদ্দিনের বিরুদ্ধে আগেও অনেক চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে হরিনাথপুর বাজার বিট তার নামে নেওয়া হয়েছে এবং সেখানে নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত খাজনা আদায়সহ, হরিনাথপুর বাজারের অনেক দোকান বিনা কারণে বন্ধ করে দিয়েছে।

তিনি আরও জানান, ওনার ছেলে সুজন সরদার বরিশাল শহরে টেন্ডারবাজি করতে গিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে। এ ঘটনায় ইতিমধ্যে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। সন্ত্রাসী-চাঁদাবাজি কর্মকাণ্ডের জন্য তাকে সেনাবাহিনী গ্রেফতার করে এবং দীর্ঘদিন জেল খেটে এখন সে আত্মগোপনে রয়েছে।

জানা গেছে, সালাউদ্দিনের ছেলে নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে নদী থেকে লাখলাখ টাকার বালু উত্তোলন করছে। এতে ভাঙনের সম্মুখীন হচ্ছে ওই এলাকার হাজারো মানুষ।

সূত্র জানায়, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তার মামা সাবেক মুলাদী উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মিঠু খানের সাথে মিলে নদী থেকে অবৈধভাবে বালু কেটে ভয়াবহ নদী ভাঙ্গনের সৃষ্টি করেছেন। এতে হরিনাথপুর বাজার ভাঙনের মুখে পড়ে। ফলে সরকারি ভাবে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে বাজার রক্ষার জন্য বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। এই কাজেও বাধা দেয় তারা।

সালাউদ্দিন ও তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হিজলা উপজেলার বিএনপির আহ্বায়ক আব্দুল গাফ্ফার তালুকদার।

অভিযুক্ত সালাউদ্দিন সরদারের দাবি, তিনি কাজে কোন বাধা দেননি। পানি নিতে বাধা দিয়েছেন, উল্টো স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের স্বার্থ হাসিলে অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদারকে জানালে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

হিজলা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়া কিংবা কাজের সুবিধার জন্য পানি না দেওয়া এটা অপরাধের শামিল, বিষয়টি খোজঁ নিয়ে দেখতে হবে।