মির্জাগঞ্জে যুবদলের অফিস ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের অফিস ভাঙচুরের মামলায় দেবাশীষ কুমার মিঠুন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাত ৯টার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের খলিশাখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দেবাশীষ কুমার মিঠুন (৩৭) মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বিমল চন্দ্র হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।
ওসি মো. শামীম হাওলাদার বলেন, মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের অফিস ভাঙচুর মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুমার মিঠুনকে গ্রেপ্তার করা হয়েছে।