মির্জাগঞ্জে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল শিশুর

মে ১৩ ২০২৫, ১৯:৪১

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে সাঁতার শিখতে গিয়ে নদীর পানিতে ডুবে মুবিন মুন্সি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুবিন মুন্সি দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের রাকিব মুন্সির ছেলে। পানিতে ডুবে শিশুর মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।

এ বিষয়ে দেউলী সুবিদখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউসুফ আলী খান জানান, আজ বেলা ২টার দিকে বাড়ির সামনে বেড়েরধন নদীতে টিউব নিয়ে সাঁতার শিখতে যায় মুবিন মুন্সি।

এ সময় সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুহা. উমর ফারুক জাবির বলেন, মুবিন নামের এক শিশুকে পানি থেকে উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করা হয়।