তারেক রহমানের কাছে জীবনের নিরাপত্তা ও আশ্রয় চান অনিমার পরিবার

মে ২০ ২০২৫, ১৯:৪১

স্টাফ রিপোর্টার : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জীবনের নিরাপত্তা ও আশ্রয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার বরিশাল প্রেসক্লাবে স্কুল শিক্ষিকা ফেরদৌসী বেগমের মেয়ে ফারজানা ইয়াসমীন অনিমা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ফারজানা ইয়াসমিন অনিমা বলেন, তার মা ফেরদৌসি বেগম বরিশাল নগরীর বিমানবন্দর থানাধীন ৩৭ নং বকশীর চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আওয়ামীলীগ সরকারের সময় ২০২৪ সালের ২০ মার্চ তার মায়ের স্কুলে গিয়ে লাকুটিয়া এলাকার আলীগ নেতা আক্তার হোসেন বাবু এবং তৎকালীন বরিশাল মহানগর বিএনপির সদস্য জসিম খান তাদের পছন্দমত স্কুলের ম্যনেজিং কমিটি করতে বলে।

কিন্তু সেটি আইনসিদ্ধ না হওয়ায় তার মা প্রতিবাদ জানায়। ওই সময় আলীগ নেতা আক্তার হোসেন বাবু সহ ৮/১০ জন ব্যক্তি তার মায়ের উপর হামলা চালায়। এসময় তার ছোট বোন মাকে বাচাতে গেলে তার উপরও হামলা হয়। পরে খবর পেয়ে তার ভাই অনিক স্কুলের দিকে যেতে নিলে লাকুটিয়া বাজারে বসে বিএনপি নেতা জসিম খানের নেতৃত্বে একটি গ্রুপ তার পথরোধ করে তাকে (ভাই) পাশ্ববর্তী একটি গোডাউনে নিয়ে আটকে মারধর করে।

এ ঘটনায় ওইদিন ২০ মার্চ বিমানবন্দর থানায় তার মা ফেরদৌসী বেগম বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যার নং ১৭/৫৭। এতে আসামি করা হয় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আখতার হোসেন বাবু, যুবলীগ নেতা নজরুল ইসলাম এবং বিএনপি নেতা জসিম উদ্দিন খান। অপরদিকে সন্ত্রাসী হামলায় তার মা, ছোট বোন এবং আমার ভাই তিন দিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার পরেও প্রায় তিন মাস অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসা নিয়েছে।

মামলা করার পর থেকে বাবু ও তার অনুসারীরা একাধিকবার তার পরিবার ও তাকে হুমকি ধামকি দিয়েছে। কিন্তু পাচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিএনপির বরিশাল মহানগরের যুগ্ম আহবায়ক জসিম খান তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। একই সাথে তার ওপর প্রতিশোধ নিতে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে হত্যা চেষ্টা মামলায় তার ভাই অনিককে ৬৯ নং এবং তার ভগ্নিপতি মেহেদিকে ৮০ নং আসামি করা হয়। এটা শুধুমাত্রই প্রতিশোধ পরায়ন হয়ে বিএনপি নেতা জসিম খান করেছেন বলে দাবী।

সাংসদ সম্মেলনে তিনি আরও বলেন, ৫ আগস্ট এর পর বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম খানের শেল্টারে লাকুটিয়া এলাকার সকল আওয়ামী লীগের লোকেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বিভিন্ন দোকানপাট থেকে চাঁদাবাজি করে।

তারা বিভিন্নভাবে তার মাকে সহ পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জীবনের নিরাপত্তা ও আশ্রয়ের দাবি জানান অনিমা।

এব্যাপারে বরিশাল মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন বলেন, ওই স্কুলের সভাপতি ছিলেন তিনি। স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগমের অনিয়মের কারণে তার বিরুদ্ধে একটি মামলা করেছিলেন তিনি। প্রধান শিক্ষক তার বিরুদ্ধে একটি পাল্টা মামলা করে। বর্তমানে রাজনৈতিক একটি প্রতিপক্ষ তাকে ফাঁসাতে এ ধরনের মিথ্যাচার করছে। তিনি বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনের নাম উল্লেখ করে বলেন তিনি এ ধরনের মিথ্যাচার করে বেড়াচ্ছেন।