জমি নিয়ে দ্বন্দ্বে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার : দ্বন্দ্বের জেরে স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেছেন আসামি বরিশাল ছাত্রদলের সহসভাপতি সবুজ হোসেন আকন। বুধবার (২১ মে) বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
এসময় তিনি বলেন, পাওয়া টাকা ও জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে একটি কুচক্রী মহল জড়িত বলে দাবি করেন তিনি।
এর আগে গত সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেছেন ভূক্তভোগী ছাত্রীর মা। ২০২৪ সালের ২৩ জুলাই অভিযুক্ত স্বজন সবুজের গ্রামের বাড়ি বাবুগঞ্জ বকসিরচর গ্রামের বাড়িতে পাঠানো হলে ভূক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সবুজ বলেন, রাজনীতির সাথে জড়িত থাকায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। এর অংশ হিসেবে মামলা করা হয়েছে। মামলার বাদী (স্কুলছাত্রীর মা) আমার স্ত্রীর বড় বোন। আমার স্ত্রীর সঙ্গে জমি নিয়ে বাদীর পারিবারিক সমস্যা রয়েছে।
এছাড়া আমার স্ত্রীর কাছ থেকে সে একাধিকবার টাকা ধার নিয়েছে মামলার বাদী। সেই টাকা ফেরত চাওয়া নিয়ে আমার স্ত্রীর সঙ্গে বাদীর বাকবিতন্ডাও হয়েছে। এসব ঘটনার জেরে মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, সবুজের স্ত্রী অস্ত্রপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয়। তাকে দেখাশোনার জন্য ভূক্তভোগী স্কুলছাত্রীকে সবুজের গ্রামের বাড়ি বাবুগঞ্জ বকসিরচর গ্রামের বাড়িতে পাঠানো হয়। তার কন্যাকে নিয়ে প্রায়ই সবুজ বরিশাল কেনাকাটা করতে যেত।
কিছুদিন যেতে না যেতে কন্যাকে ভগ্নিপতি সবুজ কুপ্রস্তার দেয়। এতে কন্যা রাজি না হলে তাকে খুন করার ভয়ভীতি দেখিয়ে সবুজ বরিশাল নগরীর আমানাতগঞ্জ এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে। এ ঘটনার জেরে আসামি বিভিন্ন সময় বাদী ও তার ভূক্তভোগী মেয়েকে হত্যার হুমকি দেয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।